লালমনিরহাটে বিএনপির ডাকা হরতাল চলাকালে আওয়ামী লীগ ও বিএনপির উভয় দলের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে সদর উপজেলার লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা জাহাঙ্গীর হত্যা মামলায় বিএনপির দুই নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২২ এপ্রিল) দুপুরে লালমনিরহাট দায়রা জজ মিজানুর রহমানের আদালতে হত্যা মামলার এজাহারভুক্ত বিএনপির ৯ নেতা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে দুজনের জামিন না মঞ্জুর করেন আদালত।
বিএনপির ওই দুই নেতা হলেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক এবং সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর খান।
উল্লেখ্য গত বছরের ২৯ আগস্ট বিএনপি ও জামায়াতের ডাকা হরতালে উভয় দলের সংঘর্ষে আহত হন শ্রমিক নেতা জাহাঙ্গীর। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
ওই ঘটনার ৩ দিন পর লালমনিরহাট সদর থানায় ৮১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা পরিচয়ের ৩শ থেকে ৪শ জনকে আসামি করে হত্যা মামালা মামলা দায়ের করা হয়।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ