ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ভুয়া দলিল করতে গিয়ে শিক্ষক আটক

প্রকাশনার সময়: ২২ এপ্রিল ২০২৪, ১৬:৪৬ | আপডেট: ২২ এপ্রিল ২০২৪, ১৭:০৬

ঝিনাইদহের হরিণাকুন্ডে ভুয়া দলিল করতে যাওয়া এক শিক্ষককে আটক করেছে উপজেলা ভূমি কর্মকর্তা।

সোমবার (২২ এপ্রিল) তার বিরুদ্ধে মামলা দিয়ে কোর্টে পাঠানো হয়েছে।

হরিণাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত সহকারী শিক্ষক মো. মোকাদ্দেস আলী উপজেলার সোনাতনপূর মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক ও ফলসী গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে।

হরিণাকুন্ড উপজেলা ভূমি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপমা রায় জানান, রোববার সকালে রাজস্ব আদালতে মিসকেচের শুনানি চলাকালে মৃত চাঁদ আলী বিশ্বাসের ছেলে বাদী মো. মোকাদ্দেস আলী ৪৬ নম্বর ফলসী মৌজার ১৩৫২/২০০০ নম্বর দাখিলকৃত দলিলটি ঝিনাইদহ জেলা রেজিস্ট্রার কর্তৃক ১৩৫২/২০০০ নম্বর দলিলের সার্টিফাইড কপি দলিলের দত্তা ও গ্রহিতা এবং জমি তফসিলের মিল পাওয়া না যাওয়ায় শুনানি চলাকালে এ বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদে বাদী মো. মোকাদ্দেস হোসেন জানান, তার দাখিলকৃত দলিলটি ভুয়া । তিনি আরও জানান, ভাইদের ঠকিয়ে জমি আত্মসাৎ করার জন্যই এই দলিলটি জালিয়াতির আশ্রয় নিয়ে তৈরি করেছেন। এছাড়াও তিনি এই ভুয়া দলিল তৈরি করতে ফলসী গ্রামের দলিল লেখক আ.খালেকের সহযোগিতা নিয়েছিলেন বলে স্বীকার করেছেন।

এ ঘটনায় ওসি জিয়াউর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে আসামি সহকারী শিক্ষক মোকাদ্দেস আলীকে হাজতে পাঠানো হয়েছে।

নয়াশতাব্দী/এনএইচ/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ