গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে শহীদ দেওয়ান (৩৫) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন।
সোমবার (২২ এপ্রিল) সকালে কালিয়াকৈর মাওনা আঞ্চলিক সড়কের চাপাইর ইউনিয়নের সৌরভ গার্ডেনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহীদ দেওয়ান টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার তেলিনা গ্রামের মুক্তার দেওয়ানের ছেলে । তিনি পেশায় একজন সিএনজি চালক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে শহীদ দেওয়ান জীবিকার তাগিতে সিএনজি নিয়ে মাওনা থেকে কালিয়াকৈরের উদ্দেশ্যে বের হয়ে চাপাইর সৌরভ গার্ডেনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির চালক নিহত হন। স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ট্রাকসহ চালককে আটক করা হয়।
কালিয়াকৈর থানা পুলিশের উপপরিদর্শক (এস আই) আব্দুল রাজ্জাক রাজু জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয় এবং ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। তবে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নয়াশতাব্দী/এনএইচ/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ