ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশনার সময়: ২২ এপ্রিল ২০২৪, ১৪:৫৯

নাটোরের বাগাতিপাড়ায় শিউলি খাতুন (৩০) নামে এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (২২ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

শিউলি খাতুন ওই এলাকার আব্দুল আজিজ মন্ডল শক্তির স্ত্রী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে শিউলি ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয়। পরে ঘরের জানালা দিয়ে তাকে ঝুলতে দেখেন ।

আরও জানা যায়, গৃহবধুর প্রথম পুত্র সন্তান গর্ভপাত হওয়ার সময় মারা যায়। তখন থেকে তিনি বিষন্নতায় ভুগছিলেন। পরে তার দুটি কণ্যা সন্তান হয়। ধারণা করা হচ্ছে, ওই বিষন্নতা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ