ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

কাউখালীতে উপজেলা নির্বাচনে তিন পদে ১২ জনের মনোনয়ন দাখিল

প্রকাশনার সময়: ২১ এপ্রিল ২০২৪, ১৯:৫০

পিরোজপুরের কাউখালীতে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন অনলাইনে আবেদন করছেন।

রোববার (২১ এপ্রিল) উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটারিং অফিসারে কার্যলয়ে অনলাইনে দাখিলকৃত কাগজপত্রের একটি কপি জমা দেন।

চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদাক মনিরুজ্জামান পল্টন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল, আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলাম খান এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান জাতীয় পার্টি জে পি থেকে পদত্যাগকারী নেতা আবু সাঈদ মিয়া (স্বতন্ত্র)।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, আওয়ামী লীগ নেতা বিপুল বরণ ঘোষ, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ প্রতিম সমদ্দার, সাংবাদিক মাসুম বিল্লাহ্, জাতীয় পার্টি জেপি ছাত্র সংগঠন ছাত্র সমাজের সভাপতি মো. শামিম হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাতীয় পার্টি জেপি নেত্রী সীমা আক্তার, ও ফাতেমা ইয়াসমিন।

উল্লেখ্য, এবারে এই উপজেলা নির্বাচন ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ