রাজবাড়ীর গোয়ালন্দে মায়ের মৃত্যুর ৪ দিনের মাথায় হাসান শেখ (৪৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
রোববার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে নিজ বাড়িতেই স্ট্রোক করে তার মৃত্যু হয়।
তিনি উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বালিয়া কান্দি গ্রামের মৃত আবু বক্কার সিদ্দিক শেখের বড় ছেলে।
মৃত ব্যক্তির ছোট ভাই নাহিদুল ইসলাম জানান, প্রতিদিনের মতো সকালে কাজের উদ্দেশ্যে বের হচ্ছিল বড় ভাই হাসান। মায়ের মৃত্যুতে ঢাকা থেকে ছোট বোন আসছিলো। সেও কিছুক্ষণ আগে স্বামীর বাড়ি যাওয়ার জন্য রওয়ানা করে। বোনকে বিদায় দিয়ে ভাইও কাজে বের হচ্ছিলেন। ভাতের টিফিন বক্স হাতে নিয়ে বের হবে, এমন সময় সেখানেই বসে পড়েন তিনি। এ সময় আমরা তাকে দ্রুত গোয়ালন্দ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক শিশু সন্তান রেখে গিয়েছেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা তাকে (হাসান শেখ) মৃত অবস্থায় পাই। তিনি আগে থেকেই হার্টের রোগী ছিলেন বলে জেনেছি।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ