ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু

প্রকাশনার সময়: ২১ এপ্রিল ২০২৪, ১৫:৫০

জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌরভ হোসেন (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (২১ এপ্রিল) সকালে জয়পুরহাট-হিলি সড়কের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সৌরভ হোসেন জেলার পাঁচবিবি উপজেলার খাস বাড্ডা গ্রামের মোমিন হোসেনের ছেলে।

তিনি জয়পুরহাট বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের এইচএসসি পরিক্ষার্থী।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, সৌরভ হোসেন নিজ বাড়ি থেকে বের হয়ে জয়পুরহাট শহরের দিকে মোটরসাইকেল চালিয়ে বাসায় যাচ্ছিলেন। এমন সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী আরেক মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সৌরভ গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান জানিয়ে হুমায়ূন কবির জানান, পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ