ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

প্রকাশনার সময়: ২১ এপ্রিল ২০২৪, ১৫:৩২

চট্টগ্রামের মিরসরাইয়ে রাস্তা পার হওয়ার সময় এক গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছে।

রোববার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে বারইয়ারহাট পৌর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারীর আনুমানিক বয়স ৪২ বছর। তিনি সনাতন ধর্মাবলম্বী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে বারইয়ারহাট বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন ওই নারী। এসময় দ্রুতগামী একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এবিষয় জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, বারইয়ারহাট বাজারের রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় এক সনাতন ধর্মাবলম্বী নারী নিহত হয়েছেন। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে মহিলার বয়স ৪২ বছর। তার পরনে লাল হলুদ-রঙের শাড়ি হাতে শাঁখা ও পায়ে বাটা ব্র্যান্ডের স্যান্ডেল রয়েছে। মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। গাড়িটি শনাক্তে আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ