কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুতের তার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২১ এপ্রিল) ভোরে পৌর শহরের চন্ডীবের এলাকায় এই ঘটনা ঘটে।
পরে বিদ্যুতের তারে জড়িয়ে থাকা অবস্থায় সাইদুরের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাইদুর মিয়া চন্ডীবের এলাকার বাছির মিয়ার ছেলে।
খবর পেয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা ফোর্স নিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়রা জানায়, আমাদের এলাকায় কিছুদিন যাবত বিদ্যুতের তার চুরির ঘটনা বেড়ে গেছে। রাত পোহালে দেখা যায় কারো না কারো বাড়ির সার্ভিস তার চুরি হয়েছে। রাতের যেকোনো এক সময় সাইদুর নামে এক চোর বাড়ির তার চুরি করতে গিয়ে মেইন লাইনে জড়িয়ে পড়ে। এতে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ভৈরব থানার (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, রোববার ভোরে চন্ডিবের এলাকায় বিদ্যুতের তার চুরি করতে যায়। এ সময় তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে বিদ্যুতের তার জড়ানো অবস্থায় এলাকাবাসী সাইদুর মিয়ার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ