ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শালি-দুলাভাইয়ের

প্রকাশনার সময়: ২১ এপ্রিল ২০২৪, ১২:৪২ | আপডেট: ২১ এপ্রিল ২০২৪, ১২:৪৯

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। রোববার (২১ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জন ও শনিবার সন্ধ্যায় ১ জনের মৃত্যু হয়।

পুলিশ জানান,শনিবার সকালে বুড়িমারী স্থল বন্দর থেকে ছেড়ে আসা একটি বালু বোঝাই ট্রাক পাটগ্রাম উপজেলার দিঘীরহাট এলাকায় যাত্রীবাহী ভ্যানে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে ভ্যান চালকসহ ৫ জন গুরুতর আহত হয় । স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার ধুবনী গ্রামের বাসিন্দা আব্দুল কাইয়ুম (৬৯) ও রোববার সকালে হাতিবান্ধার গড্ডিমারী গ্রামের হানিফ আলীর স্ত্রী জুলেখা বেগম (৬৪) নামে এক নারীর মৃত্যু হয়।

আব্দুল কাইয়ুম ও জলেখা বেগম সম্পর্কে শালি-দুলাভাই। হাতীবান্ধা হাইওয়ে থানার ইনচার্জ আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ