ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশনার সময়: ২১ এপ্রিল ২০২৪, ০৮:৩৮

চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) রাত ১০টা ৪৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। ভলকানো ডিসকভারি জানায়, ৩.৭ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প বন্দরনগরী থেকে ৪৩ কিলোমিটার দূরে আঘাত হানে। বাংলাদেশ সময় রাত ১০টা ৪৬ মিনিটে মৃদু ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পে এখনো পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জানা গেছে, মৃদু ভূমিকম্পটির অবস্থান ছিল ভারত সিমান্ত থেকে ৩৪ কিলোমিটার ও মিয়ানমার থেকে ৬৬ কিলোমিটার দূরে। ভূমিকম্পের কেন্দ্রে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এর আগে গত ১৮ এপ্রিল রাত ১১টা ১৪ মিনিটে জাপানের কিয়োসু ও শিকোকু দীপপুঞ্জের মধ্যবর্তী স্থানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটিতে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ