ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

পুকুরে ডুবে প্রাণ গেল আপন ভাই-বোনের

প্রকাশনার সময়: ২০ এপ্রিল ২০২৪, ১৭:১৭

ভোলার চরফ্যাসন উপজেলায় পুকুরে ডুবে বায়েজিদ (৬) ও মারিয়া সুলতানা (৪) নামের আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শশিভূষণ থানা এলাকার রসুলপুর ইউনিয়নের ভাসানচর গ্রামে এ ঘটনা ঘটে। দুই সন্তানের নিথর দেহ উদ্ধারের পর বাকরুদ্ধ হয়ে যান বাবা-মা। পরিবারে শুরু হয় শোকের মাতম।

শিশু বায়েজিদ ও মারিয়া সুলতানা উপজেলার শশিভূষণ থানা এলাকার রসুলপুর ইউনিয়নের ভাসানচর গ্রামের

মো. রাসেল মিয়ার সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুপুর ১২টার দিকে তীব্র গরমে বায়েজিদ ও মারিয়া সুলতানা বাড়ির পুকুরের পানিতে গোসল করতে যায়। গৃহস্থালির কাজ শেষে তাদের মা খুঁজতে গিয়ে মারিয়ার স্যান্ডেল জুতা পুকুরের পানিতে ভাসতে দেখে। এরপর তিনি পুকুরের পানিতে নেমে তাদেরকে খুঁজতে থাকেন। একপর্যায়ে মায়ের পায়ের ধাক্কায় বায়েজিদের মরদেহ ভেসে ওঠে। এর কয়েক সেকেন্ডের মধ্যে ভেসে ওঠে মারিয়ার মরদেহ।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, কোনো অভিযোগ না থাকার কারণে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ