ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

তাড়াশ প্রেসক্লা‌বের মূল গেট নির্মাণ কা‌জের উদ্বোধন

প্রকাশনার সময়: ১৯ এপ্রিল ২০২৪, ২০:৫৭

সিরাজগঞ্জের তাড়াশ প্রেসক্লা‌বে মূল গেট নির্মাণ কা‌জের উদ্বোধন করা হ‌য়ে‌ছে।

শুক্রবার (১৯ এ‌প্রিল) সকা‌লে তাড়াশ প্রেসক্লাব চত্বরে এ মূল গে‌টের উদ্বোধন ক‌রেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, তাড়াশ পৌর মেয়র আব্দুর রাজ্জাক, পৌর কাউ‌ন্সিলর শা‌মিম সরকার, বাবু তালুকদার, বারুহাস ইউপি চেয়ারম্যান ময়নুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, তাড়াশ প্রেসক্লা‌বের সভাপ‌তি এম আতিকুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক শা‌মিউল হক শা‌মীম, সদস্য প্রভাষক সনাতন দাস, সহকারী অধ্যাপক মে‌হেরুল ইসলাম বাদল, শ‌ফিউল হক বাবলু, সা‌ব্বির আহ‌ম্মেদ, মৃণাল সরকার মিলু, লুৎফর রহমান, আলহাজ র‌নি, এম এ মা‌জিদ, মু‌ন্নি আহ‌মেদ, শায়লা পারভীন, হা‌দিউল হৃদয় ও রেজাউল ক‌রিম ঝন্টু প্রমুখ।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ