লালমনিরহাটের কালীগঞ্জে ৪০০ বোতল ফেনসিডিল ও চার বোতল ভারতীয় হুসকিসহ স্বরসতী রানী (৩৩) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার স্বরসতী রানী উপজেলার ঘোঙ্গাগাছ এলাকার পলাতক মাদক কারবারি পবিত্র রায়ের স্ত্রী।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে মাদক কারবারি পবিত্র রায়ের বাড়িতে মাদকের বড় চালান ঢুকেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় স্বরসতী রানীর সহযোগিতায় বাঁশের তৈরি মাচা হতে ৪০০ বোতল ফেনসিডিল ও ৪ বোতল হুসকি উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক নারী মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ