ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

ফুফুর বাড়ি বেড়াতে এসে লাশ হলো স্কুলশিক্ষার্থী

প্রকাশনার সময়: ১৯ এপ্রিল ২০২৪, ১৭:১৬

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নদীতে নিখোঁজের একদিন পর জামিল আম্মেদ শুভন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৮টার দিকে ইছামতি নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

জামিল আম্মেদ শুভন ঢাকার চকবাজার থানার বকশীবাজার এলাকার জামাল উদ্দিনের ছেলে। সে বকশীবাজার একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র।

সিরাজদিখান থানার শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাসির উদ্দিন ও চিত্রকোট ইউপি চেয়ারম্যান সামছুল হুদা বাবুল জানান, বৃহস্পতিবার নিহত জামিল আহম্মেদ শুভনের দুই ভাই-বোন ও ৩ বন্ধুসহ ৫ জন মিলে উপজেলার চিত্রকোট ইউনিয়নের কামারকান্দা গ্রামে ফুফু ফারজানা বেগমের বাড়ি বেড়াতে যায়। বিকেল ৪টার দিকে সবাই মিলে বাড়ির পাশে ইছামতি নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানার কারণে জামিল পানিতে তলিয়ে যায়। শুক্রবার সকাল ৮টার দিকে ডুবুরি দলের চেষ্টায় মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ