ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা আটক

প্রকাশনার সময়: ১৯ এপ্রিল ২০২৪, ১৬:৫৮

জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার সহকারী সেক্রেটারি আল ফারুক আব্দুল লতিফসহ তিন নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে দলটির জেলার সৈয়দপুর উপজেলা শাখার আমির হাফেজ আব্দুল মুনতাকিমের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

হাফেজ আব্দুল মুনতাকিমের বাড়ি উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে। তিনি আসন্ন সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। পুলিশ জানায়, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল মুনতাকিমের বাড়িতে জামায়াত নেতারা গোপন বৈঠক করছিলেন। এই সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে দলটির নীলফামারী জেলা শাখার সহকারী সেক্রেটারি আল ফারুক আব্দুল লতিফ এবং সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন শাখার আমির খয়রাত হোসেন বসুনিয়া ও কামারপুকুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মাজহারুল ইসলামকে আটক করা হয়।

সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল দত্ত এ তথ্য নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ