ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পুলিয়া বাজার ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় ২ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে এক্সপ্রেসওয়ের ব্রাহ্মণপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
আহতদের তাৎক্ষনিক ভাবে নাম পরিচয় জানা যায়নি
হাইওয়ে পুলিশ সূত্রের জানা যায়, এক্সপ্রেসওয়ের ব্রাহ্মণপাড়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা স্বাধীন লিংক পরিবহন যাত্রী নামাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা পূর্বাসা খাতুন এন্টারপ্রাইজের পরিবহন ধাক্কা দেয়। পেছন থেকে আর একটি ট্রাক চলে আসে। তবে ট্রাকের ড্রাইভার গাড়ির পেছনে ধাক্কা না দিয়ে রোড ডিভাইডারের ওপর উঠিয়ে দেন। এতে বড় ধরনের হতাহতের ঘটনা থেকে রক্ষা পায় বাসের যাত্রীরা ।
এই বিষয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তমাল কুমার সরকার জানান, সকাল ১১টার দিকে খবর পাই এক্সপ্রেসওয়ের পুলিয়া বাজার সংলগ্ন ব্রাহ্মণপাড়া এলকায় সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি বাস ও একটি ট্রাক সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এই বিষয়ের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ