ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলায় কুবি বাস সহকারী আহত

প্রকাশনার সময়: ২৩ সেপ্টেম্বর ২০২১, ০০:৫০

অ্যাম্বুলেন্স চালকদের সিন্ডিকেটের হামলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাস চালকের সহকারী আব্দুস সাত্তার আহত হয়েছেন।

বুধবার বিকাল সাড়ে ৫টায় কুমিল্লা টাওয়ার হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। বর্তমানে কুমিল্লা টাওয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, বুধবার বিকেলে কুবির একটি বাস নগরীর টমছম ব্রিজ থেকে কান্দিরপাড় আসছিলো। এ সময় কান্দিরপাড় থেকে মেডিকেল সেন্টার হাসপাতালের উদ্দেশ্যে যাওয়া কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্স যানজট উপেক্ষা করে সরাসরি হাসপাতালে প্রবেশের চেষ্টা করে।

এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বাস স্টাফ ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে ৫/৭ জন ব্যক্তি বাসের হেলপার আব্দুস সাত্তারকে টেনে বাস থেকে নামিয়ে মারধর করে।

বাস চালক ও সহকারীর উপরে হামলার ঘটনায় পরিবহন পুলের কর্মকর্তা জাহিদুল আলম বলেন, ঘটনার সাথে সাথেই খবর পেয়ে আমরা সেখানে গিয়ে দেখি আমাদের বাসের চালক ও সহযোগীকে মারধর করা হয়েছে। পরবর্তীতে সেখান থেকে বাসের সহযোগীকে টাওয়ার হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসার ব্যবস্থা করে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কোতোয়ালি থানায় আমরা একটি অভিযোগ দাখিল করেছি।

হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে যাই। ঘটনার পর পরই অ্যাম্বুলেন্স চালক ও সহযোগী পলাতক। অ্যাম্বুলেন্স কোতোয়ালি থানায় জব্দ করা হয়েছে। একজন পুলিশ সদস্যকে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে অপরাধীদের দ্রুত শনাক্ত করার জন্য বলা হয়েছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আজীম বলেন, কথা কাটাকাটির জের ধরে বিশ্ববিদ্যালয়ের বাস সহকারীকে অ্যাম্বুলেন্সের ড্রাইভার মেরেছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্ভবত কসবা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের ড্রাইভার। আর এ ঘটনাটি সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ