ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

কিশোরগঞ্জে বাসচাপায় প্রাণ গেল মামা-ভাগ্নের

প্রকাশনার সময়: ১৮ এপ্রিল ২০২৪, ১৮:২৮ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৪, ২০:০২

কিশোরগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর প্রায় ১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের সদর উপজেলার অন্তর্গত কামালিয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামের দিলবাহারের ছেলে মামুনুর রশিদ মামুন (২৫) এবং একই গ্রামের আব্দুল্লাহ আল রাজিবের ছেলে আশরাফুল ইসলাম লাদেন (২০)।

জানা যায়, মামুনুর রশিদ মামুন ও তার ভাগ্নে আশরাফুল ইসলাম লাদেন একটি মোটরসাইকেলে করে বাজিতপুর থেকে কিশোরগঞ্জ সদরে যাচ্ছিলেন। দুপুর প্রায় ১টার দিকে কামালিয়ারচর এলাকায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মামা-ভাগ্নে নিহত হন। এদিকে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে বাসটিকে নিয়ে চালক পালিয়ে যায়।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ জানান, নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ