‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মাঠে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।
অনুষ্ঠান উদ্বোধন করেন- প্রাণিসম্পদ দপ্তরের জেলা ট্রেনিং অফিসার ডাক্তার নিরোদ বরণ জয়ধর। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ প্রমুখ।
প্রদর্শনীতে ৩৮ টি স্টল দেয়া হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার নেতৃত্বে অতিথিরা মেলার স্টলসমূহ পরিদর্শন করেন।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, আগামী ২২ এপ্রিল প্রাণিসম্পদ সেবা সপ্তাহ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ