ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

বালু দিয়ে চাপা দেওয়া হয়েছিল শিশু সাকিবুলকে

প্রকাশনার সময়: ১৮ এপ্রিল ২০২৪, ১৬:০৩

সুনামগঞ্জের তাহিরপুরে নিখোঁজ হওয়ার এক দিন পর বালুচাপা অবস্থায় সাকিবুল ইসলাম (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার যাদুকাটা নদীর বালুর চর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন।

নিহত সাকিবুল ইসলাম উপজেলার বাদাঘাট ইউনিয়ন মোদের গাও গ্রামের হারুন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৭ এপ্রিল) শিশুর মা স্কুলে না যাওয়ার কারণে বকা দিলে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এর পর সে আর বাড়ি ফেরেনি। বাড়ি থেকে বাহির হওয়ার পর থাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। কোথাও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে যাদুকাটা নদীর পাড়ে বালুর উপরে শিশুর একটি হাত দেখতে পান স্থানীয় লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে কে বা কারা আর কী কারণে তাকে মাটিচাপা দিয়েছে সে কারণ এখনো জানা যায়নি।

ওসি নাজিম উদ্দীন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ