ফরিদপুরের সালথায় স্ত্রীর স্বীকৃতি পেতে স্বামীর বাড়িতে অনশন করা মোরশেদা খানম নামে সেই নববধূকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে শ্বশুর বাড়ির লোকজন। পরে পুলিশের সহায়তায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বল্লভদী ইউনিয়নের পূর্ব ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, সালথার বল্লভদী ইউনিয়নের পূর্ব ফুলবাড়ীয়া গ্রামের দুলাল শেখের ছেলে নিশাত শেখের সঙ্গে মাঝারদিয়া ইউনিয়নের চান্দাখোলা গ্রামের সিদ্দিক সরদারের মেয়ে মোরশেদা খানমের প্রেমের সম্পর্ক ছিল। এরই জেরে গত ৯ এপ্রিল তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের তিন দিনের মাথায় হঠাৎ স্বামী তার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে নববধূ শ্বশুর বাড়িতে অবস্থান নেয়। এসময় শ্বশুর বাড়ির লোকজন তার উপর হামলা চালায়।
এ ঘটনায় ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, বিষয়টি আমি শুনেছি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ