ময়মনসিংহের নান্দাইলে ধানক্ষেত থেকে নাজমা আক্তার (৩৮) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার নান্দাইল- দেওয়ানগঞ্জ সড়কের চারিআনিপাড়া বড়বড়িয়া বিলের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাজমা চারিআনিপাড়া গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে নাজমা আক্তার নান্দাইল বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পরে স্থানীয়রা নান্দাইল-দেওয়ানগঞ্জ সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এ সময় নান্দাইল মডেল থানা পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি মো. আব্দুল মজিদ বলেন, খুনের খবর পেয়ে নারীর মরদেহ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে নাজমা আক্তারকে হত্যা করে সেখানে ফেলে দেয় বলে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের খোঁজে পুলিশ তৎপর রয়েছে ৷আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
নয়াশতাব্দী/এনএইচ/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ