ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশনার সময়: ১৭ এপ্রিল ২০২৪, ২৩:৫৮

বরিশালের বাকেরগঞ্জে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে উপজেলার রুহিতারপাড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চরামদ্দি ইউনিয়নের বদরুজ্জামান ও বরিশাল সদর উপজেলার মনিরুজ্জামান।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন, পটুয়াখালী থেকে মোটরসাইকেলযোগে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলেন দুই মোটরসাইকেল আরোহী। পথে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রুহিতারপাড় নামক স্থানে বিপরীত দিকে থামানো একটি ট্রাকের পিছনে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছে।

তিনি বলেন, মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। মহাসড়কের মধ্যে থামিয়ে রাখা ট্রাকটি পুলিশ জব্দ করেছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ