চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়িতে কারখানার পরিত্যক্ত বর্জ্য পুড়িয়ে পরিবেশ দূষণ করার অভিযোগে ‘অল ট্রেড ইন্টারন্যাশনাল’ নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ এপ্রিল) বিকাল পাঁচটার দিকে সোনাইছড়ি ইউনিয়নের বক্তার পাড়া ইস্পাত কারখানায় এ অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীব, সীতাকুণ্ড মডেল থানার এসআই আমীর হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া গড়ে ওঠা ‘অল ট্রেড ইন্টারন্যাশনাল’ এর বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠাটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ