ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

লেকে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল তরুণের

প্রকাশনার সময়: ১৭ এপ্রিল ২০২৪, ২০:০০

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পাহাড়ি ঝর্ণার পানিতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ পর্যটকের প্রায় আড়াই ঘণ্টা পর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বারৈয়াঢালা ইউনিয়নের ছোটদারোগার হাট এলাকার সুপ্তধারা ঝর্ণার লেকে এ ঘটনা ঘটে। পরে আড়াই ঘণ্টা পর বিকেল পাঁচটার দিকে ফায়ারকর্মীরা তাকে মৃত উদ্ধার করে।

নিহত তাহমিদ (১৮) রাউজানের গহিরা এলাকার এরশাদ হোসেন চৌধুরীর ছেলে। চট্টগ্রামের কুসুমবাগ জিইসি এলাকায় বসবাস করছিলেন। তিনি ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

নিহতের বন্ধুরা জানান, সকালে পাহাড়ি ঝর্ণা দেখতে আসেন তারা। এরপর তিন বন্ধু সুপ্তধারা ঝর্ণার লেকে সাঁতার কাটতে নেমেছিলেন। এসময় সাঁতার কেটে দুই বন্ধু উপরে উঠলেও আরেক বন্ধু তাহমিদ উঠতে পারেনি। পরে লেকে খোঁজাখুঁজির পর ফায়ার কর্মীদের সহায়তায় তাকে মৃত উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল, ছোট দারোগার হাট সুপ্তধারা ঝর্ণার গভীর লেক থেকে এক তরুণকে উদ্ধার করা হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ