সুনামগঞ্জের জগন্নাথপুরে এক লাখ ১০ হাজার টাকার মাদকসহ রেজমান ওরফে তানিশা (২০) নামে তৃতীয় লিঙ্গের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ এপ্রিল) তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তানিশা মৌলভীবাজারের রাজনগর উপজেলার শাহাপুর গ্রামের মৃত আব্দুল মালিকের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের লহরী গ্রামে বসবাস করছিলেন।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব মিয়া জানান, সোমবার রাত ৮টার দিকে লহরী গ্রামে মাদক বিক্রির গোপন সংবাদে অভিযান চালিয়ে মাদক কারবারি তানিশাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় আরেক মাদক কারবারি পালিয়ে যায়। পরে তানিশার তথ্যমতে তার ঘর থেকে ৩২০ পিস ইয়াবা ট্যাবলট, ৭০০ গ্রাম গাঁজা ও ৭ বোতল মদ জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় এক লাখ ১০ হাজার টাকা।
জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, পুলিশ বাদী হয়ে মাদক আইনে গ্রেপ্তার ও পলাতক ব্যক্তির নামে মামলা করেছে। গ্রেপ্তারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ