অভাবের কারণে ঈদে মেয়ে-জামাইকে সেমাই ও কাপড় কিনে দিতে না পেয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জাহানারা (৬৫) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন।
সোমবার (১৫ এপ্রিল) মধ্যরাতে উপজেলার দুওসুও ইউনিয়নের ছাগলডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা জাহানারা উপজেলার ছাগলডাঙ্গী গ্রামের বজির উদ্দীনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ছাগলডাঙ্গী গ্রামে ঈদে মেয়ে-জামাইকে সেমাই ও কাপড় কিনে দিতে না পারায় স্বামীর সাথে কথা কাটাকাটি হয় জাহানারার। পরে স্বামী বাড়ির পাশে নিজ দোকানে ঘুমিয়ে পরে এবং জাহানারা নিজ ঘরে মধ্যরাতে আত্মহত্যা করে। পরে তার ছেলে মা‘কে ডাকতে গেলে মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে।
বৃদ্ধার ছেলে জাহাঙ্গীর আলম বলেন, অভাবের কারণে এবার আমার বোন-ভগ্নিপতিকে জামা-কাপড় দিতে না পারায় অভিমান করে মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ