ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

সালিশি বৈঠকে এলোপাতাড়ি কিল-ঘুষিতে নিহত ১

প্রকাশনার সময়: ১৬ এপ্রিল ২০২৪, ১৮:৩৬

চাঁদপুরের মতলবে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের এলোপাতাড়ি কিল-ঘুষিতে সুরুজ আলী (৭৫) নামে সাবেক ইউপি সদস্য মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১১টার সময় সালিশ বৈঠকে এ ঘটনা ঘটে।

নিহত সুরুজ আলী উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামের মৃত কালু প্রধানের ছেলে।

মতলব উত্তর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কবির হোসেন পাটোয়ারীর সাথে সোলেমান পাটোয়ারীর জমি সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলছিলো। তারা একে অপরের আপন ভাই। গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের জন্য বাড়ির পাশে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

সুরুজ আলী সালিশের শেষ পর্যায়ে সমাধানের জন্য কবির পাটোয়ারীকে তার মার কাছে মাফ চাওয়ার কথা বলে। এতেই কবির উত্তেজিত হয়ে সুরুজকে এলোপাতাড়িভাবে কিল ঘুষি মারতে থাকে। সালিশের লোকজন তাকে ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। ঘুষির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে সুরুজ। পরে তাকে মতলব দক্ষিণ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয়রা আরও জানান, সুরুজ আলীর অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক কবির হোসেন পাটোয়ারী। ঘাতক কবির পাটোয়ারী মাইজকান্দি গ্রামের রহিম উদ্দিন পাটোয়ারীর ছেলে।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদসহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, এ বিষয়ে এখনো তদন্ত চলমান রয়েছে। বিস্তারিত লিখিত অভিযোগ এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে।

নয়া শতাব্দী/এনএইচে/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ