ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

মেলান্দহে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

প্রকাশনার সময়: ১৬ এপ্রিল ২০২৪, ১৮:১৫

জামালপুরের মেলান্দহে ইজিবাইকের চাপায় আয়াত নামের ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার নয়ানগর ইউনিয়নের মালঞ্চ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আয়াত মালঞ্চ দক্ষিণ পাড়া গ্রামের মো. আমির হামজার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আমির হামজা ও তার পরিবারের সদস্যরা আয়াতের চাচার বিয়ের পাত্রী দেখার জন্য বাড়ি থেকে বের হয়ে মালঞ্চ বাজারে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে শিশু আয়াতের উপর পড়ে। এতে তার মাথায় আঘাত পায়।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার তাকে জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ বলেন, ‘দুর্ঘটনায় একটি শিশু নিহত হয়েছে। তবে কোনো অভিযোগ পায়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নয়া শতাব্দী/এনএইচ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ