নাটোরে টাকা ভাগাভাগি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে সিহাব হোসেন শিশির (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। একই ঘটনায় হাসু নামের একজনের হাতের আঙুল কেটে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে নাটোর পৌরসভার ভেতরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর আলম হিরো ও মো. হাসুকে আটক করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।
নিহত শিহাব হোসেন শিশির (২৫) নাটোর শহরের মল্লিকহাটি এলাকার মোজাহার আলী মুন্না ছেলে। আহত মো. হাসু কান্দিভিটুয়া এলাকার আলম হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের মল্লিকহাটি এলাকায় ঠিকাদারি কাজের টাকা ভাগাভাগি নিয়ে মোস্তাফিজুর আলম হিরো ও মো. হাসু গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ধারালো অস্ত্রের আঘাতে সিহাব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় হাসু নামে অপরজনের হাতের আঙুল কেটে দেয় প্রতিপক্ষ। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় একজন মারা গেছেন। মরদেহ হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ