ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

ছোট ভাইয়ের স্ত্রীর দায়ের কোপে আহত বড় ভাই

প্রকাশনার সময়: ১৬ এপ্রিল ২০২৪, ১৫:১১

ফরিদপুরের ভাঙ্গায় ছোট ভাইয়ের স্ত্রীর হাতে আহত হয়েছেন জাকির মুন্সী (৪৮) নামে এক প্রবাস ফেরত বড় ভাই।

আহত জাকির মুন্সী (৪৮) তিনি ভাঙ্গা উপজেলার নাওড়া এলাকার ছেলে । এই ঘটনায় জাকির মুন্সীর স্ত্রী সাফি বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জাকির হোসেনে দীর্ঘদিন মালোশিয়ায় ছিলেন। বছরখানেক হলো দেশে চলে এসেছেন তিনি। গত ১২ এপ্রিল জাকির মুন্সীর স্ত্রী ফাফি বেগম হঠাৎ তালা ভাঙ্গার আওয়াজ শুনতে পান। তিনি দেখতে পান তার দেবর রুবেল প্রায় ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে চলে যান। পরে এই ঘটনা সাফি বেগম তার স্বামী জাকির মুন্সীকে জানালে তিনি স্বর্ণালংকার ফেরত চাইতে গেলে জাকির মুন্সীর মাথায় ছোট ভাই রুবেলের স্ত্রী তামান্না বেগম রাম দা দিয়ে মাথায় আঘাত করেন। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

এই বিষয়ের ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, নাওড়া এলাকায় একটি মারামারির ঘটনা ঘটেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নয়াশতাব্দী/এনএইচ/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ