ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে মোছা. রুমা আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুমা আক্তার ওই গ্রামের ইমরান শেখের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছে সালথার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুমার স্বামী তাকে তার বাবার বাড়ির লোকজনের সাথে কথা বলতে দিতো না। মাঝে মাঝে এ নিয়ে ঝগড়া লেগেই থাকতো এবং তাকে মারধর করতো। পারিবারিক কলহের জেরে রুমা অভিমানের বশবর্তী হয়ে তার স্বামীর ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের মধ্যে শোকের ছায়া বিরাজ করলেও তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই।।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ওই গৃহবধূ স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের টিন কেটে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
নয়াশতাব্দী/এনএইচ/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ