বেশ কয়েকদিন ধরে তীব্র গরমে দিশেহারা হয়ে পড়েছে পটুয়াখালীর মানুষ। সোমবার (১৫ এপ্রিল) বছরের সর্বোচ্চ গরম অনুভূত হয়েছে কলাপাড়ায়। এ উপজেলায় ৪০.২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে কলাপাড়া ঝড় সতর্কীকরণ রাডার স্টেশন। এটিই দেশের সর্বোচ্চ তাপমাত্রা। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া ঝড় সতর্কিকরণ রাডার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার শরীফ।
ভ্যাপসা গরমে সবেচেয়ে বেশি বিপাকে পড়েছেন ফুটপাতের দোকানদার, ঠেলাগাড়ি চালক, অটোরিকশাচালক, সিএনজি চালক সহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এদিকে তীব্র তাপদাহে কুয়াকাটায় পর্যটকদের চোখে মুখে লক্ষ্য করা যায় বিরক্তির ছাপ। তবে একটু স্বস্থির আশায় ডাব ও বিভিন্ন শরবতের দোকান সহ ঠান্ডা পানিও বিক্রির দোকানগুলোতে লক্ষ্য করা যায় ভিড়।
এছাড়া আরও বেশ কয়েকদিন রোদের তেজ বিরাজ করলে বড় ক্ষতির শঙ্কা করছেন সবজী চাষিরা।
কলাপাড়া পৌর শহরে ভ্যান চালক হোসাইন মিয়া জানান, ‘মোরা খেটে খাওয়া মানুষ। চাকা চললে খেতে পারি, না চললে না। প্রচণ্ড গরমে যাত্রী টানতে পারছি না। রোদে বারবার তৃষ্ণা পাচ্ছে। তাই শরীলটারে শান্তি দিতে দুই গ্লাস শরবত খেলাম। এভাবে গরম পড়লে আমাদের ভ্যান চালানো বন্ধ করে দেওয়া লাগবে।’
কুয়াকাটা সৈকতে বেড়াতে আসা পর্যটক ইউসুফ মিয়া জানান, কুয়াকাটায় প্রচন্ড গরম। শরীর ঘেমে একাকার হয়ে যাচ্ছে। কোনো উপায় না পেয়ে এখন ডাব খাচ্ছি। তাতেও তৃষ্ণা মিটছেনা।
কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গ্রামের কৃষক কামাল হোসেন বলেন, আমরা এখন বিভিন্ন রকমের শাক-সবজি ও শসার চাষ করেছি। রোদে গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে। এভাবে রোদের তেজ আরও বাড়লে গাছ মরে যাবে। তাহলে আমরা বড় ক্ষতির মুখে পড়বো।
কলাপাড়া ঝড় সতর্কিকরণ রাডার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার শরীফ বলেন, আজ কলাপাড়ায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি এ জেলায় এবছরের সর্বোচ্চ তাপমাত্রা। তবে উপকূলে বৃষ্টি হলে তাপমাত্রা অনেকটা কমে যাবে। উপকূলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে এলাকা দিয়ে যেকোনো সময় ঝড়ো হাওয়া বা ঝড়ো বৃষ্টি বয়ে যেতে পারে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ