নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিতলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯৯৭ সালের ব্যাচের আয়োজনে প্রথমবারের মত ঈদ পুনর্মিলনী ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) পূর্বাচল শীতলক্ষ্যা রিসোর্ট প্রাঙ্গণে প্রাক্তন ছাত্র শামীম ভূইয়া উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানউল্লা মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ওবায়দুল মজিদ জুয়েল মাস্টার, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভূইয়া রানু, অভিভাবক সদস্য মনিরুজ্জামান ভুইয়া, আব্দুল হামিদসহ অন্যান্য কমিটি সদস্য ও শিক্ষকরা অংশ নেন।
অনুষ্ঠানে ১৯৯৭ সালের সহপাঠী বন্ধুমহল ছাড়াও স্কুলে বর্তমান শিক্ষার্থীরা দিনভর ২৭ বছর পূর্বের নানা স্মৃতিচারণ, নাচ, গান আবৃত্তিসহ নানা আয়োজনে পালন করেন এ পুনর্মিলনী। পরে ১৯৯৭ ব্যাচের পক্ষ থেকে বিদ্যালয় সংশ্লিষ্ট গুণীজনদের সংবর্ধনা দেয়া হয়।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ