নীলফামারীতে হালিমা নামে এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বড়াইবাড়ী কিত্তনিয়াপাড়া গ্রামের মো. ইব্রাহিমের ছেলে আতাউর ইসলাম (৩৫), ডুংকীটারী গ্রামের সুলতান আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৪৯), গোড়গ্রাম কীর্তনীয়াপাড়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মো. আলী হোসেন (৪৫), ডাঙ্গাপাড়া গ্রামের হাচেন আলীর ছেলে মো. জামিয়ার রহমান (৪২), হাজীপাড়া গ্রামের কান্দুরা মামুদের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪৫) ও ডুংকীটারী গ্রামের মৃত হাফিজের ছেলে মো. গোলাম মোস্তফা (৪২)।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, হাজীগঞ্জ বাজারে বুদ্ধি প্রতিবন্ধী হালিমা নামের এক নারীকে সুকৌশলে ধর্ষকরা ডেকে নিয়ে যায় অটো মেকার সিরাজুল ইসলামের দোকানের পেছনে। সেখানে ওই নারীর মুখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে তারা। পরে নির্যাতন করে বাজার থেকে তাড়িয়ে দেওয়া হয়।
বিষয়টি গোড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহবুব জজ রাতে জানতে পেরে ছয় জনকে আটক করে পুলিশে খবর দেয়। রাতেই পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এবং ওই নারীকে উদ্ধার করা হয়।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, হাজীগঞ্জ বাজারে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ