কিশোরগঞ্জের ভৈরবে এক কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ১২ বছর বয়সী এক শিশু ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৪ এপ্রিল) রাতে শহরের দুর্জয় মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ওই শিশুর নাম সাব্বির। সে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার শওকত আলীর ছেলে এবং তার সহযোগী আলামিন (২৫) ভোলার লালমোহন থানার মেহেন্দীগঞ্জ গ্রামের মাসুদ মিয়ার ছেলে।
ভৈরব হাইওয়ে থানার (এসআই) আব্দুর রাজ্জাক, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাতে ডিউটি করার সময় ঢাকা-সিলেট মহাসড়ককের দূর্জয় মোড়ে এলাকায় বাসযাত্রী সাব্বির মিয়া ঢাকাগামী মিতালী বাস থেকে নামার পর গতিবিধি সন্দেহ হলে পুলিশ তার দেহ তল্লাশি করে বডি ফিটিং অবস্থায় ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজু মিঞা জানান, দুর্জয় মোড় এলাকা থেকে গাঁজাসহ দুইজনকে আটক করে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
নয়াশতাব্দী/এনএইচ/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ