রেলস্টেশনে ঘুরতে গিয়ে ট্রেনে উঠে হারিয়ে যাওয়া জামিরুল ইসলাম ফাহিম (৮) নামের এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে উলিপুর থানা পুলিশ।
শিশুটি ফতুল্লা থানার উত্তর চাষাড়া এলাকার সোহেল রানার ছেলে।
জানা গেছে, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে কমলাপুর হয়ে ট্রেনযোগে গত ১৪ এপ্রিল বিকেলে উলিপুর রেলস্টেশনে আসে শিশু জামিরুল ইসলাম। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
পুলিশ জানায়, শিশুটি তার নাম ও বাবা মায়ের নাম বলতে পারলেও ঠিকানা বলতে না পারায় তাকে প্রকৃত অভিভাবকের কাছে হস্তান্তর করা সম্ভব হচ্ছিল না। শিশুকে নিয়ে উলিপুর থানার নারী ও শিশু হেল্প ডেক্সে উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি আশীষ কুমার দাস শিশুটিকে নিবিড়ভাবে শিশু বান্ধব পরিবেশে দীর্ঘ সময় ধরে আলোচনা করে নারায়ণগঞ্জ জেলার প্রত্যেক থানায় যোগাযোগের মাধ্যমে শিশুটির প্রকৃত অভিভাবকের সাথে যোগাযোগ করা হয়।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে শিশুটির বাবা-মা থানায় উপস্থিত হলে তাদের কাছে তাকে হস্তান্তর করা হয়। গত ৩ এপ্রিল ঘুরতে গিয়ে নিখোঁজ হয়েছিল শিশু জামিরুল। সন্তানকে খুঁজে পেতে ৭ এপ্রিল ফতুলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন বাবা সোহেল রানা।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ