ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছুটি শেষে ভোমরায় আমদানি-রপ্তানি শুরু

প্রকাশনার সময়: ১৫ এপ্রিল ২০২৪, ১৭:৩৫

ঈদ উল ফিতরের ছুটির পর ১৫ এপ্রিল থেকে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

সরজমিনে দেখা যায়, ভারত থেকে আমদানি হওয়া ফল, পাথর সহ নানা ধরনের পণ্য খালাসের জন্য ভোমরা বন্দরে অপেক্ষমান আছে। পণ্য খালাশের জন্য ঢুকছে নতুন নতুন ট্রাক। তবে ঈদের পর প্রথম কর্মদিবসে আমদানি ও রপ্তানির চাপ কম আছে বলে জানান একাধিক ব্যক্তি।

ভোমরা বন্দরে কর্মরত রবিউল ইসলাম বলেন, ‘ঈদের ছুটির পর আজ কাজ শুরু হলো। সব সুষ্ঠভাবে পরিচালনা হচ্ছে। ছুটির পর প্রথম দিন ভারতীয় গাড়ির সংখ্যা কম আছে। তবে তা সময়ের সাথে সাথে বাড়বে।’

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি (ভারপ্রাপ্ত) শেখ এজাজ আহমেদ স্বপন জানান, ‘পাঁচদিন ছুটির পর আজ (১৫এপ্রিল) প্রথম স্থলবন্দর খুলেছে। আমরা আশা করছি আজ প্রায় ৩০০ পন্যবাহী ট্রাক বন্দরে পণ্য খালাসের জন্য ঢুকবে। এ ছাড়াও রপ্তানি পণ্য যাবে। আমাদের শ্রমিক ভাইদের হাতে কাজ থাকবে। ট্রান্সপোর্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পণ্য পৌঁছে যাবে।’

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ