কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ এপ্রিল) রাতে দলদলিয়া ইউনিয়নের দলবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতাররা হলেন- দলদলিয়া বড় সরদারপাড়া গ্রামের আব্দুল জলিল কারীর ছেলে নুর আলম (৩০), গমির উদ্দিনের ছেলে আব্দুল মালেক (৪০), কর্পুরা মোক্তারপাড়া গ্রামের আশরাফুল ইসলাম (৩৫), দলবাড়ীর পাড় গ্রামের আব্দুল হাকিমের পুত্র হাবিবুর রহমান (২৪), হাছেন আলীর পুত্র মোস্তফা কামাল (৩০) ও আবুল হোসেনের ছেলে ছাদেক আলী (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দলদলিয়া ইউনিয়নের দলবাড়ী গ্রামের একটি পুকুরের পাড়ের টিনের চালার পরিত্যাক্ত ঘরে জুয়া খেলা অবস্থায় ওই ৬ জুয়ারুকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ