ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

কচুয়ায় জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৮

প্রকাশনার সময়: ১৫ এপ্রিল ২০২৪, ১৬:১৮ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৪, ১৬:৫৭

চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের যুবলীগ নেতা সাইফুল ইসলাম মাইকেলসহ জুয়ার আসর থেকে আট জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ এপ্রিল) ভূঁইয়ারা মনসামুড়ায় পহেলা বৈশাখ উপলক্ষ্যে বৈশাখী মেলায় জুয়া খেলা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ভূঁইয়ারা গ্রামের সাইফুল ইসলাম মাইকেল (৪০), মিলন হোসেন (২২), সাকিল হোসেন (২৬), সোলাইমান (৪৫), নাছির উদ্দিন (২১), দহুলিয়া গ্রামের আব্দুল কাইয়ুম (২৭), মেঘদাইর গ্রামের সাকিল হোসেন (১৯), পার্শ্ববর্তী পশ্চিম সহদেবপুর ইউনিয়নের প্রসন্নকাপ গ্রামের মনির হোসেন (৪০)। এসময় তাদের কাছ থেকে নগদ ১ হাজার ৭১০ টাকা, লুডু, খেলার বোর্ড, তাস-কার্ড জব্দ করা হয়।

সোমবার (১৫ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে তাদের চাঁদপুর জেলহাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন-পুলিশ পরিদর্শক (এসআই) কাজী আনোয়ার হোসেন ও দোলোয়ার হোসেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, পহেলা বৈশাখ উপলক্ষ্যে বৈশাখী মেলায় জুয়া খেলা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। কচুয়া থানায় জুয়া আইনে ৪ ধারা মতে মামলা রুজু করে চাঁদপুর জেলহাজতে পাঠানো হয়েছে। জুয়াখেলা বন্ধ করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ