ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

শসার কেজি ২ টাকা, কৃষকের মাথায় হাত

প্রকাশনার সময়: ১৫ এপ্রিল ২০২৪, ১৫:১০

লালমনিরহাটের কালীগঞ্জে শসার দামে ধস নেমেছে। চলতি মৌসুমে শসার ফলন ভালো হলেও হঠাৎ দাম কমাতে হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। যে শসা কিছুদিন আগেও পাইকাররা ক্ষেত থেকে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে কিনেছেন, তারা এখন ২ টাকা কেজি দরেও কিনতে রাজি নন।

এদিকে উপজেলার শিয়ালখোয়া বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে দুই টাকায়। দাম কমে যাওয়ায় হতাশ চাষিরা। বিপরীতে খুশি নিম্ন আয়ের মানুষজন।

সোমবার (১৫ এপ্রিল) সবজি বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি দোকানে কম বেশি শসার সরবরাহ রয়েছে। তবে ক্রেতা না থাকায় প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে দুই টাকা কেজি দরে। রমজান মাসেও এই শসার কেজি ছিল ৪০-৫০ টাকা কেজি। তখন অনেক ক্রেতাই কিনতে পারেননি। এখন দাম কমে যাওয়ায় অনেকেই কিনছেন শসা।

কথা হয় চলবলা ইউনিয়নের তেতুলিয়া গ্রামের শসা চাষি মো. মকবুল হোসেনের সঙ্গে। তিনি বলেন, এ বছর তিনি এক একর জমিতে শসার আবাদ করেছেন। খরচ হয়েছে এক লাখ ২০ হাজার টাকা। এখন যে দাম, তাতে শ্রমিকদের মজুরি খরচই উঠছে না।

বাজারে শসা কিনতে আসা আ. সালাম নামের এক পাইকার বলেন, ৮০ টাকা এক মণ শসা পাওয়া যায়। শসার দাম খুবই কম।

দুহুলী বাজারের কৃষক মোস্তফা কামাল বলেন, রমজান মাসে সরবরাহ কম থাকায় দাম বেশি ছিল। এখন আমাদের শসা সরবরাহ অনেক বেশি, তাই দাম পাচ্ছি না।

নয়াশতাব্দী/এনএইচ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ