ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

মামা বাড়িতে এসে নিখোঁজ, নদীতে মিলল মরদেহ

প্রকাশনার সময়: ১৫ এপ্রিল ২০২৪, ১৪:৫১

টাঙ্গাইলের কালিহাতীতে মামার বিয়েতে গিয়ে নিউ ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় মাদরাসাছাত্র মাশিয়ান (১০)। একদিন পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের নদীর খেয়াঘাটের পাশে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

নিহত মাশিয়ান ঘাটাইল উপজেলার হামিদপুর গ্রামের মাসুদ তালুকদারের ছেলে।

এরআগে রোববার দুপুরে উপজেলার নিউধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে দশকিয়া এলাকায় নিখোঁজ হয় ওই শিশু।

উপজেলার সল্লা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম বলেন, বিয়ে উপলক্ষ্যে বরের বাড়িতে বেড়াতে আসেন মাশিয়ান। এসময় তিন শিশু নদীতে গোসল করতে নামলে তিনজনই ডুবে যেতে থাকে। পরে স্থানীয়রা দুজনকে তাৎক্ষণিক উদ্ধার করতে পারলেও অপর একজন নিখোঁজ হয়। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, এলাকাবাসী ও স্বজনরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।

দশকিয়া ইউনিয়নের ইউপি সদস্য মজনু বলেন, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দশকিয়া খেয়াঘাট এলাকা থেকে স্থানীয়রা মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে মামার বাড়িতে নিয়ে যায়।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ