ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

নালিতাবাড়ীতে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

প্রকাশনার সময়: ১৫ এপ্রিল ২০২৪, ১৪:৪২

শেরপুরের নালিতাবাড়ীতে একই পুকুরে ডুবে সারুয়ার হো‌সেন (৯) ও আছিয়া খাতুন (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) বিকেলে নিখোঁজের পর সন্ধ্যায় পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মৃত সারুয়ার হো‌সেন কাওয়াকু‌ড়ি গ্রা‌মের আবু হা‌নি‌ফার ছে‌লে এবং আছিয়া খাতুন একই গ্রামের আবদুল হাইয়ের মে‌য়ে।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বি‌কে‌লে বাড়ির পাশে সারুয়ার ও আছিয়া একসঙ্গে খেলছিল। একপর্যায়ে পার্শ্ববর্তী রফিকুল ইসলা‌মের পুকুরে ডুবে তারা নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও দুজনের হদিস পাচ্ছিলেন না। একপর্যায়ে পুকুরপাড়ে সারুয়ার হো‌সে‌নের গেঞ্জি পড়ে থাকতে দেখা যায়। পরে তল্লাশি চালিয়ে সন্ধ্যায় পুকুরের পানিতে ডু‌বে থাকা অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে না‌লিতাবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রূপনারায়ণকুড়া ইউনিয়ন প‌রিষ‌দের (ইউপি) চেয়ারম্যান মঞ্জুর আল মামুন ব‌লেন, দু‌টি শিশুর প‌রিবা‌রই দ‌ারিদ্র। শিশু দুটির একসঙ্গে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

না‌লিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম‌নিরুল আলম ভূঁইয়া ব‌লেন, দুই পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দু‌টি স্বজনদের কাছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

নয়াশতাব্দী/এনএইচ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ