কুষ্টিয়ার হরিনারায়ণপুরে কনসার্ট দেখে ফেরার পথে গাছের সাথে মোটরসাইকেল ধাক্কায় দুই কিশোর নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরও একজন।
রোববার (১৪ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার খাসকররা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন– ঝিনাইদহের বড়াই এনায়েতপুর গ্রামের সেন্টু হোসেনের ছেলে খালিদ হোসেন (১৮) ও একই গ্রামের আরিফ হোসেনের ছেলে তামিম হোসেন (১৭)। আহত সজিব হোসেন (১৮) সদর উপজেলা গ্রামের সিন্দুরিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগ চিকিৎসক মোর্শেদ আলম জানান, সকাল সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় অজ্ঞাত এক যুবককে জরুরি বিভাগে নিয়ে আসেন দু’জন ব্যক্তি। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া জানান, কুষ্টিয়ার থেকে এক মোটরসাইকেলে ৩ জন আসছিলেন। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই দু’জন মারা যান। আহত হয় একজন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ