ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশনার সময়: ১৪ এপ্রিল ২০২৪, ১৭:০৯

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল নদীতে গোসল করতে নেমে ইয়াসমিন (১০) ও তসলিমা (১১) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার কুলিক নদীতে খন্জনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন রাণীশংকৈল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নাছিম ইকবাল৷

নিহত ইয়াসমিন উপজেলার খন্জনা গ্রামের ইব্রাহীম আলীর মেয়ে ও তসলিমা আক্তার দিনাজপুর সদরের ইউসুফ আলীর মেয়ে। তসলিমা তার নানীর বাড়িতে বেড়াতে এসেছিলো।

রাণীশংকৈল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নাছিম ইকবাল বলেন, দুপুরে তারা কুলিক নদীতে গোসল করতে নেমেছিলো। কিছুক্ষণ পরে তারা ডুবে যায়। এলাকাবাসী দেখে তাদের উদ্ধার করে। পরে ঘটনাস্থলে ইয়াসমিন মারা যায়। আর হাসপাতালে নেওয়ার পথে তসলিমা মারা যায়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ