ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

তাড়াশে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশনার সময়: ১৪ এপ্রিল ২০২৪, ১৫:৪৪

সিরাজগঞ্জের তাড়াশে স্বামীর সঙ্গে অভিমান করে গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন মইফুল খাতুন (৪৫) নামের এক গৃহবধূ।

শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ৬টার দিকে তাড়াশ পৌর সদরের দক্ষিণ সোলাপাড়া মহল্লার আব্দুল গণির বা‌ড়ি‌তে এ ঘটনা ঘটে।

নিহত মইফুল খাতুন তাড়াশ পৌর সদরের দক্ষিণ সোলাপাড়া মহল্লার আব্দুল গণি প্রামানিকের স্ত্রী। তিনি পাঁচ সন্তানের মা ছিলেন।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নূরে আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভাবের কারণে মইফুল খাতুনের সাথে দিনমজুর স্বামী আব্দুল গণি প্রামানিকের প্রায়ই সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এরই ধারাবা‌হিকতায় শনিবার স্বামীর ওপর অভিমান করে গ্যাস ট্যাবলেট খান।

পরে প্রতিবেশীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পথিমধ্যে তিনি মারা যান। এই দম্পতির ঘরে ৫‌টি সন্তান র‌য়ে‌ছে, যার ম‌ধ্যে তিনটি মেয়ে ও দুইটি ছেলে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ