ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভোলায় পৃথক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি

প্রকাশনার সময়: ১৩ এপ্রিল ২০২৪, ২১:২৯

ভোলায় পৃথক দুর্ঘটনায় এক কিশোরসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে একজনের পানিতে ডুবে ও অন্য দুজনের প্রাণ গেছে সড়ক দুর্ঘটনায়।

শনিবার (১৩ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক তিনটি দুর্ঘটনায় এই প্রাণহানি ঘটে।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এসব মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে মালবাহী একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও ২ জন। তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

একই সময় জেলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মোতালেব হাওলাদার (৯০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এছাড়াও বিকেল সাড়ে ৫টার দিকে তেঁতুলিয়া নদী থেকে আব্দুর রহিম (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড জানিয়েছে, শুক্রবার রাতে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে আব্দুর রহিম নিখোঁজ হন। আজ (১৩ এপ্রিল) বিকেলে তেঁতুলিয়া নদীর মাঘমারা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ