কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কের বরাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পোড়াবাড়ীয়া গ্রামের শহিদুল্লার ছেলে সদ্য বিদেশফেরত নাঈম (২৮), পাইক লক্ষীয়া গ্রামের আবুল কালামের ছেলে শরীফ (২২) এবং গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন পোড়াবাড়িয়া গ্রামের আবু বকরের ছেলে ফাহিমের শনিবার সকালে মৃত্যু হয়।
এছাড়াও পাইক লক্ষীয়া গ্রামের আবুল কালামের মেয়ে লিজা (২৩) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়। আর হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন শরীফ। এছাড়া শরীফের বোন লিজা আহত হয়ে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, পিপিএম সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ