ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

পুনরায় ডিইউজের সভাপতি হওয়ায় সোহেল হায়দার চৌধুরীকে সংবর্ধনা

প্রকাশনার সময়: ১৩ এপ্রিল ২০২৪, ১২:৪৬ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৪, ১২:৪৯

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি পদে পুনরায় নির্বাচিত হওয়ায় সোহেল হায়দার চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) ফেনীর ছাগলনাইয়া উপজেলার চৌধুরী পাড়া সততা সংঘের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সততা সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সোহেল হায়দার চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন তারা।

স্মারক পেয়ে সোহেল হায়দার চৌধুরী বলেন, আমি সাংবাদিকদ এবং দেশের জন্য কাজ করি। সততা সংঘের পক্ষ থেকে এই সম্মাননা পেয়ে আমি আনন্দিত। সকলকে নিয়ে আরো ভালো কাজ করতে চাই।

এর আগে ১১ মার্চ রাতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের ফরিদ হোসেন।

এতে সভাপতি পদে একই সংখ্যক ভোট পেয়েছেন সাজ্জাদ আলম খান তপু ও সোহেল হায়দার চৌধুরী। দুজনই ভোট পেয়েছেন ৮১২টি। ফলে তাদের বিষয়ে এখনো সিদ্ধান্ত দিতে পারেনি নির্বাচন পরিচালনা কমিটি। ফলে দুজনকেই বিজয়ী ঘোষণা করা হয়েছে। পরে লটারির মাধ্যমে তাদের এক বছর করে দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে। এর মধ্যে প্রথম বছর দায়িত্ব পালন করবেন সোহেল হায়দার চৌধুরী এবং শেষ বছর দায়িত্ব পালন করবেন সাজ্জাদ আলম খান।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ